Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দূর্গাপুর উপজেলা হল রুমে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
Details

আজ ০৯/০৩/২০১৪  ইং তারিখ দূর্গাপুর উপজেলা হলরুমে ১৫ মার্চ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহদয় জনাব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার,দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন্নাহার এবং রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন অফিসার জনাব মো: সাইফুল ইসলাম,দূর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব মো: বুলবুল আহমদ । এছাড়াও আরো উপস্থিত ছিলেন দূর্গাপুর থানা অফিসার্চ ইনচার্স জনাব মো: সাইফুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীগণ, ভাইস চেয়ারম্যানগণ,মহিলা ভাইস চেয়ারম্যানগণ,প্রিজাইডিং অফিসারগণ। আরোও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । উক্ত সভায় আসন্ন উপজেলা নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে প্রার্থীদেরকে অবহিত করা হয় । উক্ত সভায় জেলা প্রশাসক মহদয় জনাব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আসন্ন উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠ ও অবাধ নিরোপেক্ষ হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সজাক থাকার নির্দেশ দেন । এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন্নাহার বলেন, দূর্গাপুর উপজেলার পরিবেশ মোটামোটি শান্ত রয়েছে এবং ১৫ মার্চের নির্বাচন অবাধ এবং সুষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন  এবং তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরী প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেন । উক্ত সভায় আরো বক্তব্য রাখেন দূর্গাপুর থানার অফিসার্চ ইনসার্চ মো: সাইফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী যেকোন সমস্য মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে । তিনি আরো বলেন, নির্বাচনকে সুষ্ঠ ও নিরোপেক্ষ করার জন্য  পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব,বিজিবি,আনসার, মোতায়ন করা হবে। উক্ত সভা থেকে সবাই আশা প্রকাশ করেন আগামী ১৫মার্চ উপজেলা নির্বাচন একটি অবাধ, সুষ্ঠ ও নিরোপেক্ষ হবে ।

Attachments
Image
Publish Date
09/03/2014