আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।এই দিনকে স্বরনীয়করে রাখার জন্য রাত ১২.০১ মিনিটে উপজেলা কেদ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পঅর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন্নাহার । এরপর দূর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধাগণ এবং দূর্গাপুর উপজেলার বিভিন্ন অফিসারগণ,শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ । শহীদ মিনারে ফুল দেওয়ার পাশাপাশি সকাল ৭.০০ ঘটিকায় উপজেলা মাঠহতে বিজয় পথসভাশুরু হয়ে দূর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে শেষ হয় । পথসভাতেঅংশ গ্রহণ করেন দূর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা । পথসভা শেষে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র/ছাত্রীদের কুচকাওয়াজ প্রদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন্নাহার। বেলা ১১.০০ টায় হাজার হাজার মানুষের কন্ঠে উচ্চারিত হয় জাতীয় সঙ্গীত । এই জাতীয় সঙ্গীতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন্নাহার এবং হাজার হাজার মানুষ । জাতীয় সঙ্গীত শেষে উপজেলা হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস