ভ্রাম্যমান আদালতের অভিযান
দুর্গাপুরে ফিটনেস বিহীন যানবাহনের অর্থদন্ড
রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ফিটনেস বিহীন বাস, ট্রাক ও নসিমনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহদী হাসান আদালতের নেতৃত্ব দেন।
জানা গেছে, ফিটনেস বিহীন বাস, ট্রাক ও অবৈধ নসিমন গাড়ি অবাধ চলাচল করছিল রাস্তা গুলোতে। সোমবার অভিযান চালিয়ে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ আইনের ১৫১ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহদী হাসান বিভিন্ন যানবাহনের অর্থদন্ড করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস